প্রাইম ব্যাংক সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং, বিজনেস-এর প্রধান জুবায়ের এরশাদ এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর জেনারেল ম্যানেজার আলেকজান্ডার হৈসলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় ব্যাংকের সেগমেন্টস হেড শায়লা আবেদীন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্লাটিনাম, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ব্যবহারকারী এবং মোনার্ক (চৎরড়ৎরঃু ইধহশরহম) গ্রাহকবৃন্দ বছরব্যাপী বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি’ সুবিধা পাবেন।