প্রাইম ব্যাংক ও শান্তা হোল্ডিংস লি:-এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং এর প্রধান শামস আব্দুল্লাহ মোহাইমীন এবং শান্তা হোল্ডিংস লি:-এর চীফ ফাইন্যান্স অফিসার এম আনিসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে শান্তা হোল্ডিংস লি: তার স্ট্রাকচারড পেমেন্ট সল্যুশন” সুবিধা নিশ্চিত করতে পারবে।