দ্বিতীয় বারের মতো প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ গত ৪ জানুয়ারি থেকে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। এসময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখা, বিভাগ ও ডিপার্টমেন্টের সমন্বয়ে মোট ১২টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।