প্রাইম ব্যাংক ক্রিকেট টূর্ণামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক-মো: তৌহিদুল আলম খান ও মো: হাবিবুর রহমান চৌধুরী সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক ক্রিকেট টূর্ণামেন্ট ২০১৯’ এ চ্যাম্পিয়ন হয়েছে -“পিচ্ বার্নার্স” ও রানার্সআপ হয়েছে “থান্ডারবোল্ট”।
এবার প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগ ও ডিপার্টমেন্টের সমন্বয়ে ১২ (বার) টি দল অংশগ্রহণ করে। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা সহ বিপুল সংখ্যক দর্শক ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।