পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় কমেছে ৩১ কোটি ২৩ লাখ টাকার।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের জানুয়ারি,১৭-মার্চ’১৭ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬৪ কোটি ৩১ লাখ টাকা। ২০১৬ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২৮ কোটি ৩৩ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ৭২৯ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকেও এপ্রিল,১৭-জুন,১৭ প্রিমিয়াম আয় কমেছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটি ১০ কোটি ৯৭ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটি ১০ কোটি ৩০ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছিল। আর তহবিলের পরিমাণ ছিল ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা।
জানুয়ারি,১৭-জুন,১৭ পর্যন্ত সময়ে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৪২ কোটি ২০ লাখ টাকা।
আজকের বাজার: এলকে/এলকে ০৮ আগস্ট ২০১৬