জাপানের নতুন সম্রাট নারুহিতো বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত একটি বছর প্রত্যাশা করছেন। আনুষ্ঠানিকভাবে সিংহাসনের দায়িত্ব নেয়ার পর হাজার হাজার শুভানুধ্যায়ীর সামনে নতুন বছরে তার প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।
জনতার উদ্দেশে দেয়া ভাষণে নারুহিতো আরো বলেন,‘আপনাদের সাথে নববর্ষ উদযাপন করতে পেরে আমি আনন্দিত।’এ সময় উপস্থিত জনতা জাপানী পতাকা নেড়ে সম্রাটের দীর্ঘ জীবন কামনা করেন। ৫৯ বছর বয়সী সম্রাট বলেন,‘তবে গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের কারণে এখনো অনেক লোক কঠিন জীবনযাপন করছে বলে আমি উদ্বিগ্ন।’এসময় সম্রাজ্ঞী তার সঙ্গে ছিলেন।
তিনি বলেন,‘এ বছর আমি প্রাকৃতিক দুর্যোগ বিহীন একটি ভাল ও শান্তিপূর্ণ বছর আশা করছি।’গত মাসে এ রাজ দম্পতি শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে ক্ষতিগ্রস্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চল পরিদর্শন করেন। গত অক্টোবরে ঘূর্ণিঝড়টি এ অঞ্চলে আঘাত হানে। এতে ৮০ জনের বেশি লোক প্রাণ হারায় এবং স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান