২০১৭ সাল ছিল প্রাকৃতিক দুর্যোগের বছর। ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়াসহ প্রায় সব কয়টি মহাদেশই আক্রান্ত হয়েছে ঘূর্ণিঝড়, দাবানল ও ভূমিকম্পের মতো দুর্যোগে।
আর বছর জুড়ে ঘটে যাওয়া সেই সব দুর্যোগে ক্ষতি হয়েছে প্রায় ৩০৬ বিলিয়ন ডলারের বেশি। সুইস বিমা কোম্পানি সুইস রে পরিচালিত এক গবেষণা জরিপে উঠে এসেছে এই ক্ষয়ক্ষতির তথ্য।
সুইস রে বলছে, ২০১৬ সালের তুলনায় এই ক্ষতির পরিমাণ ৬৩ শতাংশ বেশি। শুধু তাই নয় এই পরিমাণ গত এক দশকের মোট গড়ের চাইতেও বেশি।
এই বছর সামুদ্রিক ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র ও ক্যারিয়ান উপকূল, চীন- জাপানেও হানা দিয়েছে সামুদ্রিক ঝড়। ইতালি, মেক্সিকো কেঁপেছে ভূমিকম্পে আর পর্তুগাল, ক্যালিফোর্নিয়া জ্বলেছে দাবানলে।
এইসব ঘটনায় এক দিকে যেমন প্রাণহানীর ঘটনা ঘটেছে অন্য দিকে অর্থনৈতিক ক্ষতিও হয়েছে বিস্তর। তবে অর্থনৈতিক ক্ষতি অনেক বাড়লেও প্রাণহানীর সংখ্যা বাড়েনি মোটেই।
সুইস রে বলছে, ২০১৭ সালে এইসব দুর্যোগে ১১ হাজার মানুষ মরেছে। গত ২০১৬ সালেও এই সংখ্যা এমনই ছিল।
সুইস রে এর গবেষণা ইউনিট সিগমা বলেছে, এইসব ক্ষয়ক্ষতির মধ্যে ১৩৬ বিলিয়ন ডলারের সম্পদের বিমা করা ছিল। যা গত বছরের তুলানায় প্রায় দ্বিগুণ।
সিগমার প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেন হারর্ভে, ইরমা ও মারিয়ার কারণে ক্ষতি হয়েছে প্রায় ৯৩ বিলিয়ন ডলার।
আজকের বাজার: আরআর/ ২১ ডিসেম্বর ২০১৭