সিলেটের প্লাবনে লক্ষ লক্ষ মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সিলেটে পাহাড় ধসে মাটি চাঁপায় মানুষের মর্মান্তিক মৃত্যু- আল্লাহর গজব।
৩ জুলাই সোমবার রাজধানীর বনানীতে চেয়ারম্যান কার্যালয়ে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি’র সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বলেন, ২৬ বছর ক্ষমতার বাহিরে থেকেও অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের পরেও জাতীয় পার্টি ভেঙ্গে যায় নাই। আমি সৈনিক ছিলাম ১৯৮৩ সালে ক্ষমতা গ্রহণ করার পর ১৯৮৪ সালে নির্বাচন দিতে চেয়েছিলাম কিন্তু কোন রাজনৈতিক দল নির্বাচনে আসেন নাই। তাই আমাকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছিলো।
এরশাদ বলেন, ৯ বছর জাতীয় পার্টির সরকার দেশ পরিচালানা করেছে। ঐ সময় আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই ৩৬৫ দিন হরতাল করেছে, ভালোভাবে দেশ পরিচালনা করতে দেয়নি।
অনেকে বলেন, বিএনপি এর জায়গায় আমরা যাব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। আমার হাতে রক্তের দাগ নেই। বিএনপি’র স্থানে আমরা যাবনা।
পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যায় নাই। সুষ্ট নির্বাচন দিলে আমরাই বিজয়ী হবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমানে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। আমরা আগের যে কোন সময়ের চেয়ে অধিক শক্তিশালী। তোমরা সুসংগঠিত হও। জাতীয় পার্টির জন্য আত্মত্যাগী হও। আমার মনে অনেক আনন্দ। আমি দেখতে পাচ্ছি, ক্ষমতায় আমরা যাব। ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আগামী ০৮ জুলাই ২০১৭ শনিবার সকাল ১০ টায় ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের প্রতিনিধি সভা সফল করতে হবে।
যৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহাঃ উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহাঃ সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, মুন্সিগঞ্জ জেলা সভাপতি কুতুব উদ্দিন, গাজীপুর মহাঃ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহাঃ দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর খালেদ আকতার (অব.), উপদেষ্টা মন্ডলীর সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মোঃ সফিকুল ইসলাম সেন্টু, সরদার শাহজাহান, সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর এমপি ও আমির হোসেন ভূইয়া, কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগি নেতা সাহিদা রহমান রিংকু, ডাঃ সেলিমা খান, একেএম আসরাফুজ্জামান খান, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, মোঃ সানাউল্লাহ সানু, আজহারুল ইসলাম সরকার, সালাহ উদ্দিন, মুন্না, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম মিন্টু প্রমূখ।
আজকের বাজার: এলকে/এলকে ৪ জুলাই ২০১৭