প্রাণকে দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীর শ্যামলীতে প্রাণ গ্রুপের মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১টায় শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর্যন্ত চলে এই অভিযান চলে। অপরিচ্ছন্নতার অভিযোগে কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘তারা যেখানে মিষ্টি তৈরি করেন তার পাশেই বক্সে পেঁয়াজ রাখা। এই কাটা পেঁয়াজ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এই ব্যাপারে তারা পুরোটাই অজ্ঞ। আমি তাদের সতর্ক করে জরিমান করেছি।’

আজকের বাজার/আরআইএস