ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী এক শোক বার্তায় প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান,‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখে এ দেশের মুক্তিকামী মানুষের অকৃত্রিম বন্ধুতে পরিণত হয়েছিলেন প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মূখার্জির রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ বিশ্বরাজনীতিতে অনুকরণীয় ও অনুসরণীয়। এদেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নন্দিত এই রাজনীতিবিদ। তাঁর মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান