প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চাকরি জীবনের শুরুতে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে ১ বছরের জন্য চরাঞ্চল, পাহাড়ি, হাওর ও দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, মোঃ নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, মোঃ জোয়াহেরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম এবং মোঃ মোশারফ হোসেন সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিব বর্ষ পালনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন