প্রাথমিকে এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হয়।

ফলাফল বিশেষণ করে দেখা যায়, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে ছাত্রীরা ছাত্রদের তুলনায় অপেক্ষাকৃত ভালো করেছে। গড় পাসের হারের দিক থেকেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর ছাত্রদের পাসের হার ৯৪.৯৩ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৯৫.৪০ শতাংশ।

প্রাথমিকে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর এতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে পাসের হার এ বছর কমেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন।

দেশের ৭ হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে মোট ৬টি বিষয়ে প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭