প্রাথমিকে সেরা বরিশাল বিভাগ, সর্বনিম্ন সিলেট

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, প্রাথমিকে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর এতে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ীতে পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে পাসের হার এ বছর কমেছে।

এদিকে পাসের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ সেরা। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭ টি বিভাগের হিসেবে পরীক্ষা নেয় এবং ফলাফলের সার সংক্ষেপ তৈরি করে।

অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত ফলাফলের সার সংক্ষেপে দেখা যায়, বরিশাল বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাশং। সিলেটে ৯১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ প্রথম। এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ঝালকাঠি জেলার পাসের হার সর্বনিম্ন। এখানে পাসের হার ৮৭ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে ৫০৮ উপজেলা/থানার মধ্যে ৩টি উপজেলায় শতভাগ পাস করেছে। যশোর জেলার কেশবপুর উপজেলার পাসের হার সর্বনিম্ন। এ এখানে পাসের হার ৭১ দশমিক ২০ শতাংশ।

আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭