প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু রোববার

চলতি ২০১৭ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রোববার শুরু হচ্ছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর দেড়টায়।
এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করবে মোট ২৮ লাখ চার হাজার ৫০৯ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ২৬ হাজার কম। গত বছর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক সমাপনীতে এবার ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ছাত্র এবং ১৫ লাখ চার হাজার ৫২৪ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।
এবার দেশে-বিদেশে মিলে মোট ৭ হাজার ২৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি; ২০ নভেম্বর বাংলা; ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়; ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান; ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
আর ইবতেদায়ী সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি; ২০ নভেম্বর বাংলা; ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়; ২২ নভেম্বর আরবি; ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ, গত বছর ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয়েছিল।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭