দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ২১ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য হবে বলেও জানান তিনি।
মন্ত্রীর দেওয়া তথ্য মতে চলতি বছরের শেষ নাগাদ প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়াবে ৫৩ হাজার। কারণ এই সময়ের মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।
৬ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, শূন্যপদ পূরণের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৩ শতাংশ। তবে এখনো ২৭ দশমিক ৭ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর।
মন্ত্রী বলেন, এসব নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
উল্লেখ্, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৬৫ হাজার।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭