৩৪তম বিসিএস থেকে ৪৭০ জন নন-ক্যাডারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করেছে।
১৭ অক্টোবর মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের যোগদান করতে হবে।
এর আগে ৩৪তম বিসিএস থেকে দুই হাজার ৮৯৯ জন নন-ক্যাডারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরই ধারাবাহিকতায় ৮৯৮ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার ৪৭০ জনকে নিয়োগ দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদায়ন করা হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০ হাজার প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণ করার প্রক্রিয়া চলছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭