সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। জানা গেছে শিক্ষক সংকট নিরসনে ‘সহকারী শিক্ষক’ পদে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর এই নিয়োগ হবে রাজস্বখাতে।
সোমবার (৩০ জুলই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত এ পদে দেশের ৬১ জেলার প্রার্থীরা অাবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন অথবা নিচে দেখুন।
আরএম/