প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসছে ২৮ লাখ শিক্ষার্থী

ফাইল ছবি

চলতি ২০১৭ সালে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করবে মোট ২৮ লাখ চার হাজার ৫০৯ জন শিক্ষার্থী।

১৫ নভম্বের বুধবার সচিবালয়ে আসন্ন পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এবছরের পরীক্ষায় গত বছরের তুলনায় প্রায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী কম অংশ নিচ্ছে। গত বছর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

মন্ত্রীর দেওয়া তথ্য মতে, প্রাথমিক সমাপনীতে এবার ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ছাত্র এবং ১৫ লাখ চার হাজার ৫২৪ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।

মন্ত্রী জানান, এবার দেশে-বিদেশে মিলে মোট ৭ হাজার ২৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজকের বাজার:এলকে/এলকে ১৫ নভেম্বর ২০১৭