প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর।
বৃহস্পতিবার, ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করে।
বিজ্ঞতি অনুযায়ী, ১৭ নভেম্বর রোববার ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর রোববার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার আরবি, ২১ নভেম্বর বৃহস্পতিবার কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৪ নভেম্বর রোববার গণিত পরীক্ষা।
এছাড়াও নির্ধারিত সময়ের পর বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে বলে পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ