গোটা শিক্ষা ব্যবস্থাটাই পরীক্ষাভিত্তিক হয়ে গেছে, তাই প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বাতিলের পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম যুক্ত করা পরামর্শ দিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।
বুধবার ২২ নভেম্বর সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘সহজপাঠ: শিশুর সামগ্রিক বিকাশ’ বিষয়ক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন গলদ তুলে ধরার পাশাপাশি প্রচলিত প্রাথমিক পর্যায়ের পরীক্ষা পদ্ধতির সমালোচনা করেন তিনি।
এ সময় কবি, সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজির অধ্যাপক শাহীন ইসলাম, শিশু অধিকারকর্মী নুরুন্নাহার নূপুর, লেখক আনিসুল হকসহ ‘সহজপাঠ’ বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবকরা।
প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করে অধ্যাপক বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য ভালো শিক্ষা পাওয়া নয়, তাদের লক্ষ্য কেবল প্রথম হওয়া। গোটা শিক্ষা ব্যবস্থা এখন পরীক্ষাকেন্দ্রিক হয়ে গেছে। প্রাথমিক স্তরে পরীক্ষার কোনো আবশ্যকতা নেই।
শিশুদের পরীক্ষার নামে রীতিমতো পীড়ন করা হচ্ছে অভিযোগ এনে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শোচনীয়। এতে বিন্দুমাত্র আনন্দযোগ নেই। শিক্ষা ব্যবস্থা এখন পরীক্ষাসর্বস্ব, জ্ঞান ও শিক্ষার সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক আমরা নষ্ট করে ফেলেছি।
অধ্যাপক আনিসুজ্জামান ও শিক্ষাবিদরা যখন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় নৃত্যকলা বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন, তখন মৌলবাদীদের একটি দল এর বিরোধিতা করে।
তিনি আরও বলেন, শিক্ষা কমিশন যখন ছড়া, চারুকলা, নৃত্য শিক্ষা ব্যবস্থায় যোগ করার কথা বলছে, তখন শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভাবনাচিন্তাই নেই। শিক্ষা মন্ত্রণালয় তাদের সেই অযৌক্তিক কথায় কর্ণপাত করল।
সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষক উভয়পক্ষ এখনো খাপ খাইয়ে নিতে পারছেন না বলেও মনে করেন তিনি। পরে তিনি শিক্ষকের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে শিক্ষা সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭