প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে আমরা নেটওয়ার্ক

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩১ পয়সা। এটি ভারীত্ব গড় ইপিএস। আগের বছরের একই সময়ে ভারীত্ব গড় ইপিএস ছিল ৮৬ পয়সা। আগের বছরের তৃতীয় প্রান্তিকের রিস্টেটেড ইপিএস ৬১ পয়সা।

হিসাব বছরের তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’১৭-মার্চ’১৮) আমরা নেটওয়ার্কসের ভারীত্বগড় ইপিএস হয়েছে চার টাকা ৮০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল দুই টাকা ৬২ পয়সা।

৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এ্নএভি) দাঁড়ায় ৩২ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০১৭ তারিখে যা ছিল  ২৬ টাকা ৮৮ পয়সা। আর রিস্টেটেড এনএভি ছিল ১৯ টাকা ২৬ পয়সা।

রাসেল/