প্রাপ্তবয়স্করা লিভ-ইন সম্পর্ক করতে পারবে: আদালত

প্রাপ্তবয়স্করা লিভ-ইন সম্পর্কে সায় দিল ভারতের শীর্ষ আদালত৷ এ ক্ষেত্রে ছেলের বিবাহযোগ্য বয়স না হলেও (২১ বছর বয়স) লিভ-ইনের পক্ষেই রয়েছে শীর্ষ আদালত৷

কলকাতা ২৪ এক প্রতিবেদনে জানায়, আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে কারো বিয়ের বয়স না হয়ে থাকে তাহলে সে লিভ-ইন সম্পর্কে থাকতে পারে৷ এতে তাদের বৈবাহিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না৷

পাশাপাশি বলা হয়েছে, জীবনসঙ্গিনী নির্বাচনের অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না৷ কোনো যুবকের বিয়ের বয়স (২১) না হলেও সে তার স্ত্রীর সঙ্গে লিভ-ইন করতে পারে৷

উল্লেখ, কেরলের একটি মামলাকে ঘিরেই সবকিছু৷ ২০১৭ সালের এপ্রিলে কেরলের তুষারার বয়স ১৯ হলেও, নন্দকুমারের বয়স ছিল ২০, যা ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স বলে গণ্য হয় না৷ দুজনের মধ্যে বিয়ে হয়, কিন্তু পাত্রীর বাবা, ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে৷

কেরলের উচ্চ আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়ে যায়৷ আদালত এই বিয়েকে অগ্রাহ্য করে তুষারাকে তার বাবার কাছে পাঠিয়ে দেয়৷ কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যায়৷

এস/