প্রামাণ্যচিত্রে নায়করাজ

নায়করাজ রাজ্জাকের উপর প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। শিগগিরই উন্মুক্ত হতে যাচ্ছে ছবিটি।

প্রয়াত হওয়ার পর নায়করাজের প্রথম জন্মবার্ষিকী পালিত হয় মঙ্গলবার। এ উপলক্ষে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রামাণ্যচিত্রটির বিষয়ে খোলাসা করেন শাইখ সিরাজ।

তিনি জানান, ২০১৭ সালের জুলাইয়ের প্রামাণ্যচিত্রটির কাজ শুরু হয়। দুইদিন দৃশ্যায়নে অংশও নেন রাজ্জাক।

পর্যাপ্ত প্রামাণ্য তথ্যের ভিত্তিতে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। কিন্তু নায়করাজের সমসাময়িক নির্মাতা ও কলা-কুশলীদের অনেকে প্রয়াত হওয়ায় কাজটি কঠিন হয়ে পড়ে। এমনকি রাজ্জাকের মৃত্যুর কারণেও তার জন্ম-বেড়ে উঠা নিয়ে অনেক তথ্য পাওয়া দুস্কর হয়ে পড়ে।

প্রামাণ্যচিত্রটির জন্য তথ্য দিয়ে সাহায্য করেছেন রাজ্জাকের পরিবার, সমসাময়িক অনেক কলা-কুশলী। এর জন্য কলকাতায় ইউনিট নিয়ে ঘুরে এসেছেন শাইখ সিরাজ। কথা বলেছেন এ নায়কের ভারতীয় স্বজনদের সঙ্গে।

তিনি বলেন, ‘কাজ করতে গিয়ে দেখেছি তিনি (রাজ্জাক) রূপালি জগতের পর্দারই নায়ক ছিলেন না, ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল নায়ক ছিলেন। মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে সন্তানদের প্রতি, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি, বন্ধু-বান্ধবদের প্রতি বন্ধু সুলভ।’

সব মিলিয়ে রাজ্জাকের পেশাগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবন উঠে আসবে এ প্রামাণ্যচিত্রে।

বর্তমানে প্রামাণ্যচিত্রটির শেষ মুহূর্তের কাজ চলছে।

রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান ঢাকার একটি হাসপাতালে। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আজকের বাজার: সালি / ২৪ জানুয়ারি ২০১৮