প্রায় আড়াই কোটি টাকার সোনার বার উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। বুধবার সীমান্ত থেকে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে এই স্বর্ণের বার গুলো পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ভারতে একটি সোনার বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী আজাদ এর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টহল দল উপজেলার ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর কবরস্থানের পাশের একটি আম বাগানে অভিযান চালায়।

এ সময় এক ব্যক্তিকে বাইসাইকেল চালিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখলে, টহল দল ওই ব্যক্তিকে ধাওয়া করে। ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে টহল দল ওই ব্যাগ থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের উন্নত মানের ১১টি বিভিন্ন সাইজের সোনার বার ও বাইসাইকেল জব্দ করে। এই সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা বলে বিজিবি জানায়। সোনা চোরাকারবারীর সাথে জড়িত সন্দেহে পলাতক আসামি ঠাকুরপুর গ্রামের মোস্তাাফিজুর রহমানের (২৮) নাম উল্লেখ করে দামুড়হুদার দর্শনা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান