প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী পাচ্ছে নতুন বই

বছরের প্রথম দিন ১ জানুয়ারি সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। এ জন্য দুই মন্ত্রণালয় পৃথকভাবে পালন করেছে উৎসব-অনুষ্ঠান। আর চলমান এই উৎসবের মধ্য দিয়ে দেশের ৪ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৫৫৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বই উৎসবের পরিসংখ্যান থেকে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন মিলে ১ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ৯৩ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এ লক্ষ্যে ১১৪টি বিষয়ে ছাপানো হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ২৩ হাজার ৭৩৩টি বই। এছাড়া ইবতেদায়ী ও দাখিলের ৫৪ লাখ ৩ হাজার ৪৬৯ শিক্ষার্থীকে ১২৪ টি বিষয়ের ৫ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৮২৯টি বই দেওয়া হবে।

প্রাথমিক স্তরের ২ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪৮০টি নতুন বই। আর প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি ‘আমার বই’ ও অনুশীলন খাতা বিতরণ করা হচ্ছে।

আজকের বাজার : আরএম/এলকে ১ জানুয়ারি ২০১৮