নের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৭টায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি গৌরীপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন প্রায় সাড়ে ৯ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার কাজে অংশ নিলে আজ সকাল ৭টায় গৌরীপুর থেকে আন্তনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায় বলেও জানান তিনি।