প্রায় ৮০ লাখ দুঃস্থ ও অসহায় ভাতা ও বৃত্তি পাচ্ছেন: মন্ত্রণালয়

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন। এসব ভাতা ও বৃত্তির টাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিতরণ করা হচ্ছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪ লাখ বয়স্ক মানুষ এবং ১৭ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের নিয়মিতভাবে জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে। ১৫ লাখ ৪৫ হাজার প্রতিবন্ধীক ৭৫০ টাকা প্রতিবন্ধী ভাতা ও ১ লাখ প্রতিবন্ধী শিশুকে ৭৫০-১ হাজার ৩০০ টাকা হারে শিক্ষা-উপবৃত্তি দেয়া হয়।

এছাড়া, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মাসে যথাক্রমে ৭০০, ৮০০, ১ হাজার ও ১ হাজার ৩০০ টাকা দেয়া হয়ে থাকে।

বেসরকারি এতিমখানায় ১ লাখ এতিম শিশু মাথাপিছু ২ হাজার টাকা করে‘ক্যাপিট্যাশন গ্রান্ট’পাচ্ছে। সেই সাথে ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে বিশেষ ভাতা দেয়া হচ্ছে। দেশের তৃতীয় লিঙ্গ তথা ২ হাজার ৬০০ জন হিজড়া জনপ্রতি ৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ হাজার ৯০০ জন শিশু এবং ১ হাজার ২৪৭ জন হিজড়াশিশুও পাচ্ছেন সরকারে বিশেষ উপবৃত্তি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান