সঞ্জয় লীলার বনসালির ছবিতে প্রিতম চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
সঞ্জয়ের আগামী ছবি লেখিকা অমৃতা প্রীতম ও কবি শাহির লুধিয়ানভির জীবনের ওপর চিত্রায়িত হতে চলেছে ‘বনসালি’।
আলিয়াই এই চরিত্রের জন্য বনসালির সবচেয়ে পছন্দের অভিনেত্রী। এদিকে, শাহির লুধিয়ানভির চরিত্রে অভিষেক বচ্চন থাকতে চলেছেন বলে অন্য একটি সূত্র মোটামুটি নিশ্চিত করেছে।
‘ম্যায় পল দো পল কা শায়র হু’ ও ‘কাভি কাভি মেরে দিল মে..’ ইত্যাদি গানের লেখক শাহির লুধিয়ানভি। তার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল লেখিয়া অমৃতা প্রীতমের। দুজনের সম্পর্ক ঘিরে নানা ঘটনা নিয়েই পরবর্তী পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন বনসালি।
আজকের বাজার/আরজেড