পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রিফরেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়ানোর জন্য ১০০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ছাড়বে। শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে কোম্পানিটি প্রিফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে।
উত্তোলিত অর্থ কোম্পানির ব্যবসার জন্য উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং কোম্পানির রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, প্রিফারেন্স শেয়ারের বৈশিষ্টগুলো চূড়ান্ত করা হবে এবং পরে প্রকাশ করা হবে।