প্রিমিয়াম আয় বেড়েছে মেঘনা লাইফের

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮)  ৪০ কোটি ৩৩ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫২৩ কোটি  ১২ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছিল ১০ কোটি ৩৫ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল  এক হাজার ৪৭৯ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫ কোটি ২১ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৬৮ কোটি ৬৭ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ১৯ কোটি ২৪ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল এক হাজার ৪৮৮ কোটি ২৩ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৩৫ কোটি ১২ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫২৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৮ কোটি ৮৯ লাখ টাকা ও এক হাজার ৪৭৭ কোটি ৮৮ লাখ টাকা।

আরএম/