বিভিন্ন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
প্রিমিয়ার ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৮ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল-এর নেতৃত্বে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় বনানীর ইকবাল সেন্টারের সম্মুখে ব্যাংকের সৌজন্যে স্থাপিত বঙ্গবন্ধু তোরণের সামনে শতবর্ষ উদযাপন করেন ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সমস্ত শাখা অফিসের সামনে সকাল ১০.০০টা থেকে ১০.১০ মিনিট পর্যন্ত দাড়িয়ে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে তাঁর আত্নার মাগফেরাত কামনা করা হয়। পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি রোগ থেকে মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের বাজার / এ.এ