ক্লাবের সাথে সমঝোতার ভিত্তিতেই প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যাওয়া বোর্নমাউথের চাকুরি ছেড়ে দিয়েছেন ম্যানেজার এডি হোয়ে। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের পাঁচ বছরের যাত্রা শেষ হবার পর হোয়ের ভবিষ্যত নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। হোয়ে নিজেই স্বীকার করেছেন এভারটনের সাথে লিগের শেষ ম্যাচটিতে তার সিদ্ধান্তগুলো আরো সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল। ক্লাব ছাড়ার আগে হোয়ে সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে গেছেন এটাই চলে যাবার সঠিক সময়।
বোর্নমাউথের পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে হোয়ে বলেছেন, ‘খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে ক্লাবের সাথে দীর্ঘ ২৫ বছর কাটানোর পর এই সিদ্ধান্ত সকলের সাথে আলোচান করেই নিয়েছি। আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন একটি সিদ্ধান্ত ছিল এটি। এই ক্লাবের জন্য আমার যে ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে তা সব সময়ই থাকবে। আমরা সম্মিলিতভাবে মনে করি ক্লাবের দায়িত্ব এখন নতুন কারো হাতে দেবার সময় এসেছে। বোর্নমাউথ সবসময়ই আমার হৃদয়ে থাকবে। কিন্তু আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি ক্লাবে পরিবর্তন হবার সময় এসেছে। ম্যানেজার হিসেবে সব ধরনের সিদ্ধান্ত নিশ্চিত করাটা আমার দায়িত্বের মধ্যেই ছিল। ক্লাবের স্বার্থেই ঐ সিদ্ধান্তগুলো আমি নিয়েছি।’
দুই মেয়াদে ১১ বছর বোর্নমাউথের হয়ে খেলেছেন হোয়ে। এর আগে ২০০৮ সালে ক্লাবের অস্থায়ী ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে বার্নলিতে সংক্ষিপ্ত সময় কাটানোর এক বছর পরেই তিনি আবারো বোর্নমাউথে ফিরে আসেন। তিন মৌসুমে ঐ সময় ক্লাবের দুইবার প্রোমোশন হয়। ২০১৫ সালে প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে উন্নীত করতে হোয়ের সর্বাধিক অবদান ছিল। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান