বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকেও হলিউড থেকে ফিরে আসতে হয়েছিল। অনেক এশিয়ান অভিনেতাদের সঙ্গে তাঁকেও গায়ের রং নিয়ে বহু অপমানজনক কথা শুনতে হয়েছে।
প্রিয়াঙ্কা জানান, ‘‘আমেরিকায় স্কুলে পড়ার সময়েই তাঁর গায়ের রঙ নিয়ে বন্ধুরা ব্যঙ্গ করত। তাঁকে ডাকা হত ‘ব্রাউনি’ বলে।’’
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘‘আমেরিকাতে যখন স্কুলে পড়তাম, তখন ভারতীয়দের খুবই ঘৃণ্য নজরে দেখা হত। আমি বহুবার এ ধরনের অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছি। আমার চোখের সামনে বহুজনকে বর্ণবিদ্বেষের শিকার হতে দেখেছি আর সেই কারণেই আমি ভারতে ফিরে আসি। ১৬ বছর বয়সে আমি এ দেশে চলে আসতে বাধ্য হই।’’
সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাতকারের সময় প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর হলিউডে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। সেই সাক্ষাতকারে তিনি গতবছর তাঁর সঙ্গে হওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে আনেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমাকে একটি হলিউড ছবি থেকে বাদ দেওয়া হয় এবং স্টুডিওর কেউ আমার এজেন্টকে ফোন করে জানান যে আমার শারীরিক কিছু ত্রুটি রয়েছে। তাই আমায় বাদ দেওয়া হয়েছে ওই ছবি থেকে। এটা শোনার পর আমি খুব অবাক হই। মানে, আমার মধ্যে কী কম রয়েছে? আমি কী বেশি রোগা? নাকি আমি স্লিম নই? আমার কী অ্যাবস সুন্দর নয়? ঠিক কী কম রয়েছে আমার মধ্যে ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমার এজেন্ট আমায় জানান, তাঁরা আমার গায়ের রঙের জন্য আমায় ছবিতে নেননি। কারণ আমার গায়ের রঙ একটু চাপা, অতটা ফর্সা নয়। এই কথাটা আমার ভেতর প্রভাব ফেলেছিল।’’
আজকের বাজার/আরজেড