প্রিয়াঙ্কা ও অভিষেকের মেয়ে জায়রা!

প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিষেক বচ্চনের মেয়ে ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম। বাস্তবিক এমনটা শুনতেই অবাক লাগে! ঠিক তাই, এবার অনস্ক্রিনে বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন পিগি এবং জুনিয়র। স্ক্রিনে তাদের মেয়ের চরিত্রে দেখা যাবে ‘দঙ্গল’ কন্যা জায়রা।

সোনালি বসুর এই ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে। আইশা চৌধুরীর জীবন অবলম্বনে হবে তৈরি হবে এই ছবি। সেই আইশার চরিত্রেই দেখা যাবে দঙ্গলখ্যাত জায়রাকে।

জি নিউজের খবরে জানা যায়, কম রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মানো আইশা চৌধুরীকে নিয়ে একটি সিনেমা তৈরি করবেন পরিচালক সোনালী বোস। ওই সিনেমায় আইশার চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর সেখানেই জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা এবং অভিষেক।

জায়রা বলেন, সোনালী বোসের স্ক্রিপ্ট তিনি দেখেছেন। এবং স্ক্রিপ্ট দেখে পছন্দ হওয়াতেই তিনি ওই সিনেমার জন্য রাজি হয়েছেন। এখন দেখার বিষয়- জায়রা, প্রিয়াঙ্কা এবং অভিষেকের জুটি কতটা পছন্দ করেন দর্শকরা।

আজকের বাজার/ এমএইচ