প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এখন স্বল্পবিরতির মধুচন্দ্রিমায় ভাসছেন।
রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে পাঁচ দিনব্যাপী রূপকথার বিয়ের পরই কাজে যোগ দেন প্রিয়াঙ্কা।
সোনালি বোসের‘দ্য স্কাই ইজ পিংক’সিনেমার শুটিং সেটে ফেরার আগে স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে অবসর বিনোদন করছেন প্রিয়াঙ্কা।
বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ফিরবেন কাজে।
প্রিয়াঙ্কার অবসর বিনোদনের একটি সাংকেতিক চিত্র পাওয়া গেছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে।
খবর বলছে, প্রিয়াঙ্কা ও নিক ছুটি কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।
আর ২৬ বছরের নিক জোনাস একটি ভিডিও শেয়ার দিয়েছেন ইনস্টাগ্রামে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যন্ত্রসংগীতের তালে গাইছেন তাঁর ৩৬ বছরের প্রিয়তম স্ত্রী প্রিয়াঙ্কা।
এই মাসের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস।
আজকের বাজার/এমএইচ