প্রিয়া নয়, রণবীরের বিপরীতে সারা

করণ জহর এবং রোহিত শেঠির ‘সিম্বা’-তে দেখা যাবে সাইফ কন্যা সারাকে। রণবীর সিং-এর বিপরীতেই এবার স্কিন শেয়ার করবেন সারা। করণ জহরের ধর্মা প্রোডাকশনের পক্ষে অফিসিয়ালি ওই খবর জানানো হয়েছে।

যেখানে করণ এবং রোহিত শেঠির সঙ্গে দেখা যাচ্ছে সারা আলি খানকে। এর আগে গুঞ্জন ছিল, দক্ষিণী কন্যা পূজা প্রকাশ ওয়ারিয়রকে নাকি দেখা যাবে রণবীর সিং-এর বিপরীতে।

‘সিম্বা’ দিয়েই নাকি বলিউডে অভিষেক হবে প্রিয়ার। যে খবর প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। কিন্তু, সমস্ত জল্পনার অবসান করে অবশেষে রণবীর সিং-এর বিপরীতেই অভিনয় করতে দেখা যাবে সারা আলি খানকে।

এদিকে সাইফ কন্যা সারাকে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে করণ অভিনয় করাবেন বলে শোনা যায়। কিন্তু, করণ জহরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কারিনা কাপুর খান।

আর সেই কারণেই করণের সিনেমায় অমৃতা সিং মেয়ে সারাকে অভিনয় করতে দেবেন না বলে শোনা যায়। কিন্তু সমস্ত জল্পনার অবসান করে অবশেষে করণ জহরের প্রোডাকশন হাউজে এবার দেখা যাবে সারাকে।

এস/