‘প্রিয় দিন প্রিয় রাত’ নিয়ে আসছে সালাহউদ্দিন লাভলু

কী আছে নতুন এই ধাবাহিকে। মফস্বর শহরের তরুণ তরুণীদের জীবনের গল্প নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু’।

নাটকটির নাম ‘প্রিয় দিন প্রিয় রাত’। আগামী শনিবার (৩০ জুন) থেকে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি। প্রতি শনিবার ও রোববার রাত ৮টায় দর্শকরা উপভোগ করবেন লাভলুর নতুন ধাবাহিক নাটক।

কাজী শাহিদুল ইসলাম রচিত নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মলি­ক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।

আজকের বাজার/আরআইএস