কী আছে নতুন এই ধাবাহিকে। মফস্বর শহরের তরুণ তরুণীদের জীবনের গল্প নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু’।
নাটকটির নাম ‘প্রিয় দিন প্রিয় রাত’। আগামী শনিবার (৩০ জুন) থেকে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি। প্রতি শনিবার ও রোববার রাত ৮টায় দর্শকরা উপভোগ করবেন লাভলুর নতুন ধাবাহিক নাটক।
কাজী শাহিদুল ইসলাম রচিত নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মলিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।
আজকের বাজার/আরআইএস