অনেকেই জানতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রিয় বন্ধু দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সেই ধারনাকে বদলে দিয়েছেন তামিম। আসলে তামিমের প্রিয় বন্ধু জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল রাতে সাামজিক যোগাযোগ মাধ্যমে শেষ লাইভ আড্ডায় সেটি জানালেন তামিম।
গতকাল শেষ পর্বে তামিমের লাইভ আড্ডায় ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। শো’তে তামিমকে প্রশ্ন করেন মাহমুদুল্লাহ, ‘বাংলাদেশ দলে তার সবচেয়ে প্রিয় বন্ধু কে? তামিম জবাবে দিলেন, ‘মুশফিক আছে। মাশরাফি ভাই আছেন। সাকিব আছে।’
এরপর মাহমুদুল্লাহ বলেন, ‘একজনের নাম বলতে হবে।’
পরে তামিম বলেন, ‘মুশফিক। সে আমার ছোট বেলার বন্ধু।’ মুশফিকের সাথে বয়স ভিত্তিক দল থেকেই বন্ধুত্ব তামিমের।
গেল ২ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লাইভ আড্ডা শুরু করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শেষ হলো তামিমের ধারাবাহিক হয়ে উঠা লাইভ আড্ডাটি।
প্রথমদিকে, তামিমের লাইভ আড্ডায় এসেছিলেন, মুশফিক-মাশরাফি-মাহমুদুল্লাহ-তাসকিন আহমেদ-রুবেল হোসেন-নাসির হোসেন (কিছুক্ষণের জন্য), সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়-খালেদ মাহমুদ সুজন-হাবিবুল বাশার সুমন।
এরপর লাইভ শো’তে ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হক-সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।
পরবর্তীতে ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ে প্রধান ভূমিকা রাখা আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলটও আড্ডায় যোগ দেন। ঐ পর্বে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশী খেলোয়াড়দের দিকেও নজর দেন তামিম। তাই প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে লাইভ শো’তে আসেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস, এরপর ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল-সেঞ্চুরির মালিক রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
তামিমের লাইভ সেশনগুলোতে আড্ডায় খেলোয়াড়দের না জানা অনেক মজার স্মৃতি ক্রিকেটপ্রেমিদের সামনে উন্মোচিত হয়।