বলিউডের ক্রিকেট প্রেমীদের তালিকায় যার নাম সবার উপরে তিনি আর কেউ নয়, প্রীতি জিনতা।দলের প্রতি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকেন তিনি। দল হারুক আর জিতুক—ম্যাচ শেষে ঠিকই মাঠে নেমে আসেন তিনি। দলের হারে মন খারাপ করলেও তাকে দেখা যায় মাঠে নেমে খেলোয়াড়দের সান্ত্বনা দিতে। আর দল জিতলে তো কথাই নেই, সতীর্থদের জড়িয়ে ধরে জয় উদযাপনের আনন্দে শামিল হন প্রীতিও।
এবার ঘটালেন অন্যরকম কাণ্ড।দলের জয়ে খুশিতে গ্যালারিতে থাকা সমর্থকদের উপহার দিয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব। দল জিততেই মাঠে নেমে যান প্রীতি জিনতা। দলের খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের সঙ্গে উদযাপনের পর বলিউডের এই তারকা অভিনেত্রী ছুটে যান দর্শকদের দিকে। হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদের দিকে উপহারও ছুড়ে দিতে থাকেন।
দলের জয়ে এমনিতেই আনন্দিত সমর্থকরা। তার ওপর মাঠের ভেতর স্বপ্নের নায়িকা ঘুরে বেড়াচ্ছেন, আবার উপহারও বিলাচ্ছেন—সব মিলিয়ে দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত। পাঞ্জাব সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন সেলফিও তোলেন প্রীতি।
আরজেড/