দুই তারকা খেলোয়াড় হামেস রড্রিগুয়েজ ও রাদামেল ফ্যালকাওকে ছাড়াই আগামী মাসে ব্রাজিল ও ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে কলম্বিয়া। ইনজুরি আক্রান্ত দুই ফুটবলারকে বাইরে রেখেই মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লোস কুইরোজ।
দেশের হয়ে রেকর্ড গোলের অধিকারী ফ্যালকাও পায়ের গোড়ালির ইনজুরিতে আক্রান্ত। আর সর্বকালের সর্বাধিক গোল দাতার তালিকার তৃতীয়স্থানে থাকা রড্রিগুয়েজ গত সপ্তাহের শেষভাগে রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে অংশগ্রহণের সময় ডান পায়ের কাফে পেশীর টানজনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। লা লীগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল জানায়, ২৩ বছর বয়সী এই কলম্বীয় তারকা ইনজুরিতে পড়ার কারণে ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছেড়েছেন।’
এদিকে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের সাবেক সহকারী কুইরোজ বলেন, ‘আমরা ফিফা র্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মোকাবেলা করতে যাচ্ছি। এটি নিজেদের অবস্থান যাচাই করে দেখার একটি চমৎকার সুযোগ।’
আজকের বাজার/লুৎফর রহমান