গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স সান্দ্রোর গোলে সৌদি আরবকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদির বিপক্ষে খেলতে নামে তিতের দল।
গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। নেইমারের পাস পেয়ে ব্রাজিলকে লিড উপহার দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল।
৮৪তম মিনিটে বলে হাত লাগায় সৌদির মোহাম্মদ আল ওয়াইজকে লাল কার্ড দেখান রেফারি। ফলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
অতিরিক্ত সময় নেইমারের কর্নার থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ২-০ গোলের জয় এনে দেন জুভেন্টাসের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।
আগামী বছর ঘরের মাঠে কোপা আমেরিকার জয়ের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তিতের শিষ্যরা।
রাশিয়া বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরকে হারিয়েছে সেলেসাওরা।
আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে সৌদি আরবের মাঠে চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।
আজকের বাজার/এমএইচ