পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড নন-কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি বাজারে নন-কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার মাধ্যমে ৩৫ কোটি টাকা উত্তোলন করবে। এর জন্য ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
উত্তোলিত এই অর্থ দিয়ে কোম্পানিটি টায়ার টু এর ক্যাপিটাল শক্তিশালী করবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে হবে। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ৬ মে অনুষ্ঠিত হবে।
কোম্পানির অনুমোদিত মূলধন (সাধারণ শেয়ার) ১০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ১২০ কোটি করা হবে এবং অনুমোদিত মূলধন ( প্রেফারেন্স শেয়ার) ৫০ কোটি বৃদ্ধি করা হবে। যার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে হবে প্রতিষ্ঠানটির। তবে এর জন্য মেমরেন্ডাতে প্রয়োজনীয় সংশোধনী আনবে প্রতিষ্ঠানটি।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।