বিয়ে করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। জানা গেছে, দীর্ঘদিন মন দেওয়া-নেওয়া শেষে প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেছেন তিনি। আজ সোমবার এই প্রেমিকজুটি সাতপাকে বাঁধা পড়েন।
ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা জানায়, কলকাতার লেক গার্ডেনে পাওলির বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে পাওলির বিয়ের অনুষ্ঠানের। এর আগে শনিবার পাওলির বাসায় অনুষ্ঠিত হয় তার মেহেদি অনুষ্ঠান।
যদিও প্রেমিকের বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সারার কথা ছিল। কিন্তু পাওলির আত্মীয়স্বজন ও পরিচিতদের সেখানে যেতে সমস্যা দেখা দেয়ায় শেষ পর্যন্ত কলকাতাতেই সম্পন্ন হল বিয়ের আয়োজন।
জানা গেছে, বিয়ের পর ৬ ডিসেম্বর স্বামীর সঙ্গে পাওলি যাচ্ছেন শ্বশুরবাড়ি। ৮ ডিসেম্বর অর্জুনদের বাসায় ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর ১০ ডিসেম্বর গোয়াহাটিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।
আজকের বাজার: আরআর/ ০৪ ডিসেম্বর ২০১৭