প্রেমিকার লাশ রেখে প্রেমিকের পলায়ন

মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। চলন্ত অবস্থায় বাইকটির সঙ্গে একটি ট্রেলারের  ধাক্কা লাগে। এতে চলন্ত ট্রেলারের চাকার নিচে চলে যায় মেয়েটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রেমিকার লাশ রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় প্রেমিক।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলকাতার মহেশতলা থানা এলাকার সারেঙ্গাবাদে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মারিয়াটা এক্কা নামে এক তরুণীর মৃত্যু হয়। ঘটনার পর ট্রেলারের চালক গ্রেফতার হন।

ওই চালকের ভাষ্য, একটি মোটরসাইকেল ধাক্কা মারে তার ট্রেলারে। তার পরেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রেলারের পেছনের চাকার নিচে চলে যান ওই তরুণী। পরে মোটর সাইকেল চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যান।

নিহতের পরিবার জানায়, মহেশতলা এলাকায় এক যুবকের সঙ্গে মারিয়াটার প্রেম ছিল। তবে ওই যুবককে তারা কেউই দেখেননি। তারা জানান, বুধবার প্রেমিকের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন মারিয়াটা।

তবে ওই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খোঁজা হচ্ছে তরুণীর প্রেমিকেও।

আজকের বাজার/আরজেড