প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়ে আহত হলেন পরিছন্নকর্মী

মাদারীপুরের রাজৈরে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ায় হাসপাতালের পরিছন্নতাকর্মীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের চিলেকোঠায় এ ঘটনা ঘটে।

ওই পরিছন্নকর্মী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে আমি হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার করে হাসপাতালের চিলেকোঠায় যাই।

সেখানে গিয়ে দেখি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ইসলাম খাঁর কলেজ পড়ুয়া ছেলে সবুজ খাঁ (২০) একটি মেয়েকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

এ সময় আমি বিষয়টি দেখে তাদের নিষেধ করায় সবুজ খাঁ আমাকে মারধর করে ও মোবাইল ভেঙে ফেলে। পরে আমার চিৎকারে হাসপাতালের লোকজন এগিয়ে এলে ওরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সবুজ মাঝে মধ্যেই ওই মেয়েকে নিয়ে এখানে এসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, আমরা থানায় ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছি।

ওসি জিয়াউল মোর্শেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ওই ছেলেকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।