ফেসবুকে পরিচয়ের মাধ্যমে কুড়িগ্রামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক ভারতীয় তরুণীর। সেই সম্পর্কের টানেই সে সম্প্রতি বাংলাদেশে চলে এসেছে। শিউলি খাতুন (১৭) নামে ওই ভারতীয় তরুণীর বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব থরাইখানা গ্রামে। তার বাবার নাম সুবেদ আলী শেখ। তার প্রেমিক রুবেল মিয়া (২১) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাটের বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার বাংলাদেশে চলে আসেন ওই ভারতীয় তরুণী। কিন্তু পর দিনই তাকে উদ্ধার করতে রুবেলের বাড়িতে যান বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, মেয়ের বাবা ভারতের বিএসএফের কাছে অভিযোগ করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বিএসএফ তাদের চিঠি দেয়। পরে কাশিপুর বিজিবি সদস্যরা রবিবার রুবেলের বাড়িতে গেলেও তাদের পাননি। তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ-উল-আলম বলেন, ফুলবাড়ী উপজেলায় ভারতের এক তরুণী এসেছে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান