প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় রবিবার রাতে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত নিলা রায় (১৪) সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও অ্যাসেড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে মিজানুর রহমান নামে এক যুবক নিলাকে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। রবিবার রাতে পালপাড়া এলাকায় তাকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এদিকে, আশুলিয়া ও ধামরাই থেকে এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজের এক দিন পরে ধামরাইয়ের বংশী নদী থেকে শামিম (৬) নামে এক শিশু, আমতা এলাকা থেকে এক নারী ও কালামপুর এলাকা থেকে এক পুরুষের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পাশে সিংগাইরের জামির্ত্তা এলাকায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আলিফ নামে এক পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।