পাবনার ভাঙ্গুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় তিশমা জাহান (১৪) নামে সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছ মাহফুজ আহমেদদ নামে এক বখাটে।
সোমবার (১৪ মে) সন্ধ্যায় পৌর সদরের মাস্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর তিশমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত তিশমা পৌর সদরের উত্তর মেন্দা মহল্লার রফিকুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সোমবার রাতেই মাহফুজকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন।
তিশমার পরিবার সূত্রে জানা গেছে, বখাটে মাহফুজ প্রায় এক বছর ধরে তিশমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে তিশমা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় তিশমা প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাহফুজ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিশমার কপালের ওপরের অংশ কেটে গেছে।
ভাঙ্গুড়া থানার ওসি শাহীন কামাল জানান, থানায় অভিযোগ জানানোর পরই অভিযান শুরু হয়েছে। আশা করছি শিগগির আসামি মাহফুজকে গ্রেফতার করা সম্ভব হবে।
আজকের বাজার/এমএইচ