ঠাকুরগাঁও সদরে পথরোধ করে এক স্কুলছাত্রীকে তার বান্ধবীদের সামনে প্রেম নিবেদনের খেসারত দিয়েছে এক বখাটে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। রেহাই পায়নি তার কিশোর সহযোগীরাও। তাদের দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কারাদণ্ড পাওয়া মো. আলামিন (১৯) আরাজি চিলারং এলাকার রহমত আলীর ছেলে। তার সহযোগী হিসেবে ছিল একই এলাকার মাজেদুর রহমানের ছেলে মো. শামীম রেজা (১৬) এবং বুধু মোহাম্মদের ছেলে রবিউল ইসলাম (১৬)।
স্থানীয়রা জানান, রবিবার আলামিন সদর উপজেলার আখানগর উচ্চ বিদ্যালয়ের সামনে এক স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে খবর দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি পুলিশ নিয়ে সেখানে হাজির হন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে দণ্ড দেন।