প্রেসক্লাবের সামনে বাসচাপায় এক নারী নিহত

জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী পরিবহনের চাপায় পড়ে এক নারী (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৮জুন)  জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী পরিবহন মিডওয়ে বাসের চাপায় পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

শাহবাগ থানার এসআই অাকরাম হোসেন জানান, ‘আহত ওই নারীকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসক জানান, আহতের মাথার পেছনের অংশ থেঁতলে যাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে।

এসআই অাকরাম হোসেন আরও জানান , এ ঘটনায় বাসচালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এছাড়া পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

আজকের বাজার/এসএম