জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী পরিবহনের চাপায় পড়ে এক নারী (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৮জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী পরিবহন মিডওয়ে বাসের চাপায় পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
শাহবাগ থানার এসআই অাকরাম হোসেন জানান, ‘আহত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসক জানান, আহতের মাথার পেছনের অংশ থেঁতলে যাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে।
এসআই অাকরাম হোসেন আরও জানান , এ ঘটনায় বাসচালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এছাড়া পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
আজকের বাজার/এসএম